প্রকাশিত: Thu, Jan 26, 2023 4:30 PM
আপডেট: Tue, Apr 29, 2025 1:36 PM

অনলাইনে গুজব ছড়ালে ব্যবস্থা নিতে ডিসিদের নির্দেশ তথ্যমন্ত্রীর

আনিস তপন: নিবন্ধনবিহীন অনলাইন, আইপিটিভি এবং ইউটিউবাররা যদি কোনো গুজব, অপপ্রচার বা ভুল তথ্য ছড়ায়; তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসকদের সঙ্গে মতবিনিময় শেষে এ কথা জানান তিনি। ব্যবস্থা নেয়ার আগে অনিবন্ধিতদের তালিকা ডিসিদের দেয়া হবে বলেও জানান তথ্যমন্ত্রী। ড. হাছান মাহমুদ বলেন, সিনেমা হল নির্মাণ ও পুনর্নির্মাণে সরকারি ঋণ দেয়ার বিষয়টি ডিসিদের অবহিত করা হয়েছে। 

তিনি বলেন, সরকার প্রশাসনকে দলীয়করণ করেনি। যাদের পদায়ন করা হয়েছে, তারা নিজ যোগ্যতায় হয়েছেন। সরকার ও প্রশাসনকে একসঙ্গেই কাজ করতে হয় দেশের উন্নয়নে। তাই আওয়ামী লীগ সরকার প্রশাসনকে কখনোই দলীয়করণ করেনি, ভবিষ্যতে করবেও না।

তথ্যমন্ত্রী বলেন, আগামী নির্বাচনে প্রশাসন কীভাবে কাজ করবে, তা নির্ধারণ করবে নির্বাচন কমিশন, সরকার নয়। সম্পাদনা: সালেহ্ বিপ্লব